Logo

আন্তর্জাতিক    >>   মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দাবি, ইলন মাস্ক একসময় অবৈধ অভিবাসী ছিলেন

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দাবি, ইলন মাস্ক একসময় অবৈধ অভিবাসী ছিলেন

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দাবি, ইলন মাস্ক একসময় অবৈধ অভিবাসী ছিলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রে একসময় অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করেন। শনিবার (২৬ অক্টোবর) ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে আয়োজিত এক সমাবেশে বাইডেন বলেন, “বিশ্বের ওই ধনকুবের এককালে অবৈধ কর্মী ছিলেন যখন তিনি এখানে ছিলেন।”

বাইডেন জানান, মাস্ক শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও সেসময় বিশ্ববিদ্যালয়ে থাকার শর্ত পূরণ না করে কাজে মনোনিবেশ করেছিলেন। অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, স্নাতক কোর্সে ভর্তি হলেই মাস্ক শিক্ষার্থী হিসেবে বৈধভাবে কাজের অনুমতি পেতে পারতেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে মাস্ক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে সেখানে স্নাতক শ্রেণিতে ভর্তি না হয়ে নিজের সফটওয়্যার কোম্পানি ‘জিপ২’ প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছিলেন। ১৯৯৯ সালে এই কোম্পানিটি প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়।

এদিকে, মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরোসহ তার চার প্রতিষ্ঠানে (স্পেসএক্স, টেসলা, এক্স ও দ্য বোরিং কোম্পানি) এ অভিযোগের বিষয়ে জানতে অনুরোধ পাঠানো হলেও তারা কোনো মন্তব্য করেননি। অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, সেসময় মাস্ক বৈধভাবে কাজের অনুমতি পাননি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, মাস্ক একবার পডকাস্টে বলেছিলেন যে তিনি আইনের শর্ত অনুযায়ী সেখানে কাজ করছিলেন এবং শিক্ষার্থীদের জন্য স্বীকৃত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তবে তার সাবেক দুই সহকর্মী দাবি করেছেন, মাস্ক ১৯৯৭ সালের দিকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি পান।

এই ঘটনায় মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক নিয়েও আলোচনা উঠেছে, কারণ আসন্ন নির্বাচনে মাস্ক রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন এবং অভিবাসন নীতিতে ট্রাম্পের কঠোর অবস্থানকেও সমর্থন করেছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert